অনগ্রসর সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষামূলক সচেতনা বৃদ্ধির কর্মসূচি

Social

নিউজ সোশ্যাল বার্তা : অনগ্রসর সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে অাজও শিক্ষা ঝলসানো রুটি মতোই অলীক । এই অনগ্রসর সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে । কখনো স্কুলছুট কখনো আবার বাল্যবিবাহ অনগ্রসর সম্প্রদায় মানুষের শিক্ষা ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ।

আর এই সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য এবার কলেজের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আদিবাসী গ্রাম কে বেছে নেওয়া হল । অাজ নদীয়া জেলার তেহট্ট থানার বেতাই ড: বি: আর আম্বেদকর কলেজের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন আর্যাবর্তের সহযোগিতায় তেহট্ট ব্লকের নফরচন্দ্রপুর গ্রামে অনগ্রসর সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষামূলক সচেতনা বৃদ্ধির কর্মযজ্ঞ শুরু হয়। গ্রামের মাঠে আয়োজন করা হয় শিক্ষামূলক সচেতনতা শিবির । কলেজের পক্ষ থেকে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে প্রদান করা হয় খাতা, রং পেন্সিল সহ শিক্ষা সামগ্রী ।

সারা দিনের কর্মশালা শেষে গ্রামের প্রায় ৮০০ লোকের ভোজনের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেহট্ট বিধানসভার বিধায়ক মাননীয় গৌরী শঙ্কর দত্ত মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া ছন্দা বিবি খান, তেহট্ট থানার ইন্সপেক্টর ইনচার্জ তাপস কুমার পাল মহাশয়, পাশাপাশি সীমান্তবর্তী তিন ক্যাম্পের সীমা সুরক্ষা বলের আধিকারিকবৃন্দ , রামকৃষ্ণ মিশনের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ডঃ বি আর আম্বেদকর কলেজের অধ্যক্ষ , অধ্যাপক-অধ্যাপিকা, জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ও সদস্য মাননীয় বিপ্লব বিশ্বাস মহাশয় ও অন্যান্য অতিথিবৃন্দ। কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

Leave a Reply