ভারতের সংবিধান প্রণেতা ড: বি আর আম্বেদকরের মূর্তির চরম অবমাননা! রেল কর্তৃপক্ষের উদাসীনতায় স্থান পেয়েছে সিঁড়ির নিচে

Social

মলয় দে, নদীয়া :-ভারতের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকারের বুধবার ছিল জন্ম জয়ন্তী।সারা দেশে ডঃ আম্বেদকরেরে এর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালিত হলেও রানাঘাটে ভারতরত্ন ডঃ আম্বেদকর পড়ে রইলেন চরম অবহেলায়।

বর্তমানে সংবিধান প্রণেতার ঠাই হয়েছে একটি বাড়ির সিঁড়ির তলায়। ২০০৬ সালে রানাঘাট চুনুরিপাড়ায় স্থাপন করা হয়েছিল ডঃ ভীমরাও রামজি আম্বেদকারের আবক্ষমূর্তি। কিন্তু ২০১১ সালে রেলের আন্ডারপাসের জন্য সেই মূর্তি ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, তারপরে কেটে গেছে দশ দশটি বছর এখনো কোন জায়গায় স্থাপন করা হয়নি ওই মূর্তি।

স্থানীয় বাসিন্দাদের দাবি রেল কর্তৃপক্ষ যেন অবিলম্বে ডঃ আম্বেদকারের মূর্তি পুনরায় স্থাপন করে। এখন দেখার বিষয় আর কতদিন রানাঘাটে এইরকম চরম অবহেলায় পড়ে থাকে ডঃ আম্বেদকারের আবক্ষ মূর্তি।

Leave a Reply