ইট ভাটার শ্রমিক ও শিশুদের মধ্যে শীতবস্ত্র সহ কম্বল বিতরণ

Social

নিউজ সোশ্যাল বার্তা : হাড় হীম করা ঠান্ডা পড়েছে, অনেকের কাছেই এই শীতকাল টা দারুন উপভোগ্য, কিন্তু  আশেপাশেই এমন কিছু মানুষ আছেন যাদের কাছে এই শীত কাল টা চরম দূর্ভোগের,এমন অনেক লোক আছেন যাদের কাছে কম্বল তো দূরে থাক একটা ছেড়া বস্তাও জোটে না গায়ে দিতে। সেই সমস্ত সাধারণ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে রানাঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ”মানবিক রানাঘাট”।

এই শীতে “মানবিক রানাঘাট” ১০০০ (এক হাজার) প্রান্তিক লোকের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে।

গতকাল সংস্থার সদস্যরা কিছু শীত বস্ত্র এবং কম্বল নিয়ে পৌছে যান গাংনাপুরের টি কে ডি ইট ভাটায়। ভাটায় কর্মরত প্রান্তিক মানুষ গুলোর এই শীতে না আছে ভালো গরম জামা,না আছে ভালো একটা কম্বল। এই হাড় হীম করা ঠান্ডায় ওরা যেন উষ্ণতা পায় তার জন্য ওদের সবার হাতে তুলে দেওয়া হলো নতূন কম্বল।

বাচ্চাদের দেওয়া হলো হাইনেক গেঞ্জী,মাঙ্কি টুপি এবং সোয়েটার।

এ  প্রসঙ্গে সংস্থার অন্যতম সুভাষ নাথ বলেন “সারা বছরই আমরা সেবামূলক কাজ করে থাকি । সবার সাহায্যের মাধ্যমে যদি ওই প্রান্তিক লোকগুলি শীতের মরসুমে একটু ভালো থাকতে পারে তার জন্যই আমাদের এই কর্মসূচী “।

আপনিও এগিয়ে আসতে পারেন এই মহৎ কাজে,বাড়িয়ে দিতে পারেন আপনার সহযোগিতার হাত। যোগাযোগ:
মানবিক রানাঘাট:-7908653384

Leave a Reply