নদীয়ায় ভোর রাতে মাত্র ১মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ এর অধিক পরিবার

Social

মলয় দে,নদীয়া: বৃহস্পতিবার ভোরে মাত্র ১ মিনিটে ঝড়ে, বিধ্বস্ত নদীয়ার শান্তিপুর এলাকার তিনটি গ্রাম। গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি ১৪ নম্বর ওয়ার্ড, বাগআঁচড়া পঞ্চায়েতের, করমচাপুর গ্রাম এবং পিকে পাড়া সবমিলিয়ে অনেকগুলি ক্ষতিগ্রস্ত। শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের অন্তর্গত পেকে পাড়া এলাকায় ৬৬ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় গতকালকের ভোরের ঝড়ে ।

এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা পবিত্রা বিশ্বাসের স্বামী রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, কৃষিপ্রধান এই এলাকায় সাত-আটটি ধানের গোলা, চার-পাঁচটি আমবাগান, এবং ৪০-৫০ টি বাড়ির টিনের টালির চাল উড়ে যায়, ইট এবং টালির টুকরো পড়েপাঁচ ছয় জন আহত হয়। বিডিও অফিসের নির্দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ এর একটি তালিকা তৈরি করেছে স্থানীয় বাসিন্দারা।
হিজুলি মুসলিম পাড়ায় হাসিবুল শেখের বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মসিবুল শেখ পেশায় তন্তুজীবি দুটি পাওয়ার লুমের কাপড় ঝরে চাল উড়ে গিয়ে বৃষ্টিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এলাকার মেম্বার সালমা বিবির স্বামী আসর শেখ জানান পরিমাণ হিসাব করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করে স্থানীয় পঞ্চায়েত এর মাধ্যমে বিডিওতে জমা করার ব্যবস্থা করছি। এই এলাকায় আরও ১৫ জনের আমবাগান, ধানের গোলা, সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।

Leave a Reply