ইয়াস সরে গেলেও,রেখে গেল, স্মৃতি নিম্নচাপ রয়েছে দীঘায়

Social

সোশ্যাল বার্তা : বুধবার ইয়াস নামক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেখে গেল তাঁর চিহ্ন। দীঘাবাসির কাছে থেকে গেল ২০২১ এর ভয়ঙ্কর স্মৃতি। তছনছ করে দিয়েছিল গোটা সমুদ্র নগরী দীঘা শহর। একের পর এক পাথর সমুদ্রপাড়ে ঢেউয়ের স্রোতে উঠে এসেছিল, ভেঙে গিয়েছিল সৈকত নগরীর সমস্ত প্রকার ব্যবসায়ীক দোকানঘর। আলোর স্তম্ভ ভেঙে পড়েছিল ঢেউয়ের ভয়ঙ্কর স্রোতে। সমুদ্রের ঢেউ যেন নিজের স্থান ছেড়ে উঠে এসে গিলে খেয়েছে গোটা দীঘা শহর। জলের তলায় একের পর এক বসতবাড়ি,জলের স্রোতে ভেসে চলে গিয়েছিল গাড়ি। তাঁর প্রভাব মৃদু কমলেও পরদিন বৃহস্পতিবার সকালে যসের প্রভাব কাটলেও পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে চলছে দমকা হাওয়া। আকাশে দেখা মিলছে সূর্যের কিরণ। কিন্তু ব্যপক ক্ষতি হয়েছে দিঘাতে।

Leave a Reply