সাফল্য নদীয়া পুলিশের ! উদ্ধার বহুমূল্যের বিভিন্ন চোরাই সামগ্রী ধৃত তিন  

Social

মলয় দে, নদীয়া :-গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রচুর পরিমান চোরাই মাল উদ্ধার করলো নদীয়া জেলার শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে শান্তিপুর থানার পুলিশ খবর পায় শান্তিপুর জাতীয় সড়ক সংলগ্ন একটি গোডাউনে চোরাই মাল মজুত করে রাখা রয়েছে। এরপরই অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মাল উদ্ধার করে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম ভরত দাস,(৪০) তারক সরকার(৪২) অভিজিৎ বিশ্বাস(৩৪) এরা প্রত্যেকেই শান্তিপুর থানা এলাকার বাসিন্দা। কে বা কারা এই চক্রের সাথে যুক্ত ও কোথা থেকে এই চুরি করে ওই পণ্য ওখানে মজুত করা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিন জনকে রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply