ইয়াসের প্রভাব! দীঘার সমুদ্রের জলে ডুবল মূল রাস্তা

Social

দীঘা: আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ, গতকাল থেকেই শুরু হয়েছে হালকা ভারী বৃষ্টিপাত সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, অন্যদিকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা, খোলা হয়েছে কন্ট্রোল রুম, সর্বদায় প্রস্তুত রয়েছে এনডিআরএফ টিম, সব মিলিয়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়।

বুধবার সকালে এমনই ছবি উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায়, সমুদ্রের জলোচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

দীঘার সমুদ্রের জল উঠে এল বাস চলাচল মূল রাস্তায়। রাস্তার ওপর থই থই করছে জল, বাজারঘাট ডুবেছে সমুদ্রের নোনা জলে। হু হু করে ঢুকছে দীঘার সমুদ্রের জল ভাসছে মূল রাস্তা ।
অন্যদিকে সমুদ্রের গার্ডওয়াল পেরিয়ে গ্রামে ঢুকেছে সমুদ্রের নোনাজল। ভয়ঙ্কর তীব্রতা নিয়ে উপচে পড়ে সমুদ্রের ঢেউ।

Leave a Reply