ইয়াস এর সতর্কতায় উদ্যোগী নদীয়ার স্বেচ্ছাসেবী সংস্থা খোলা হলো আশ্রয়স্থল

Social

দীপ রায়,নদীয়া: আসছে ঝড়। নাম দেওয়া হয়েছে ইয়াস। প্রশাসনের পক্ষ থেকে এখনও চলছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কাজ। পুলিশ প্রশাসন, জেলার বিপর্যয় মোকাবিলা টিমও তৈরি ঝড়ের মোকাবিলায়, নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ।

যাদের বাড়ির অবস্থা ভালো নয় এমনকি ঝড়ের ভয়ে বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তাদের জন্য উদ্যোগী হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের স্মাইল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জানা যায় মঙ্গলবার নদীয়ার ধুবুলিয়া, তাহেরপুর ও বিষ্ণুপুরের প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে খোলা হয়েছে আশ্রয়স্থল ।

কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়ার শরৎপল্লী প্রাথমিক বিদ্যালয়ের করা হয়েছে আশ্রয় স্থল। প্রায় ৩৫ জন মানুষ রয়েছেন সেখানে।
সংস্থার পক্ষে লক্ষ্মণ ব্রহ্ম জানান “সংস্থার  ফোন নং দেওয়া আছে বিভিন্ন এলাকায় এবং সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা আছে। যারা বিপদের দিনে এখানে থাকতে চাইছেন আমরা গাড়িতে করে তাদের নিয়ে আসছি। আবহাওয়া যতদিন ঠিক না হবে তাঁরা এখানেই থাকবেন। তাদের খাবারের ব্যবস্থাও করবে আমাদের এই সংস্থা। প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের এই কাজটি করার সুযোগ করে দেওয়ার জন্য”।

আশ্রয়স্থল পরিদর্শনে এসেছিলেন ব্লকের  বিডিও এবং ওসি ধুবুলিয়া। কৃষ্ণনগর ২ নং ব্লকের বিডিও অরবিন্দ বিশ্বাস জানান ” যারা দু:স্থ তাঁদের জন্য এই রকম উদ্যোগ প্রশংসনীয়। সব সংস্থা যদি এমন এগিয়ে আসে তাহলে প্রশাসনের কাজ করতেও অনেক সুবিধা হয়”।

Leave a Reply