সোশ্যাল মিডিয়ার সহযোগিতায় বাড়িতে ফিরছে সাত বছর আগে হারিয়ে যাওয়া ভারসাম্যহীন ব্যক্তি

Social

দেবু সিংহ, মালদা: প্রায় দীর্ঘ সাত বছর পর এক ভারসাম্যহীন রোগীকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দিয়ে নজির গড়ল তারাশঙ্কর রায় চ্যারিটি। এর আগেও বিভিন্ন সমাজ সেবক মূলক কাজে হাত বাড়াতে দেখা গেছে তারাশঙ্কর রায় চ্যারিটিকে।সত্যিই এই ঘটনা খুব কম চোখে পড়ে।জানা যায় আজ থেকে প্রায় সাত বছর আগে মালদা জেলার চাঁচোল এর সাহুরগাছি গ্রাম থেকে এক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হয়ে যায় ।  জানা যায় সেই ভারসাম্যহীন যুবকের নাম লালুয়া মোহাম্মদ। বাড়ি চাঁচল থানার অন্তর্গত সাহুরগাছি গ্রামে।বয়স ৩৮ বছর। মায়ের নাম জানো বিবি ।বাবার নাম ফুলিমুদ্দিন মোহাম্মদ।

পরিবার সূত্রে জানা যায় বাবা মৃত।এই ঘটনার সূত্রপাত হয় মোবাইলের ফেসবুক থেকে ।জানাযায় ১২ই মে নদীয়া জেলার ফুলিয়া গ্রাম থেকে মৌসুমী দাস নামে এক ভদ্রমহিলা ভারসাম্যহীন হারিয়ে যাওয়া এই যুবকের ছবিটি পোস্ট করেন ।সেই ছবি পোস্ট দেখে তারাশঙ্কর রায় চ্যারিটির পক্ষে মালদা থেকে নদিয়া ছুটে গিয়ে সেই ভারসাম্যহীন যুবককে খুঁজে পায়।

তারপর তারা নদীয়া থেকে সেই ভারসাম্যহীন ব্যক্তিকে মালদায় নিয়ে আসেন ।আর সেই লালু মোহাম্মদকে অতি যত্নের সহিত তার পরিবারের হাতে তুলে দিতে চলেছে তারাশঙ্কর রায় চ্যারিটি।

Leave a Reply