দীপ রায়,নদীয়া: সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক জায়গাতেই অক্সিজেনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সরকারের পাশাপাশি এবার এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।
প্রচন্ড গরম ও করোনাকালীন পরিস্থিতিতে এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মিত যাঁদের রক্ত লাগে সেই থ্যালাসেমিয়া রোগীরা ও আপৎকালীন সময়ে রক্ত লাগা মুমূর্ষু ব্যক্তিরা। তাদের পাশে দাড়ালো নদীয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র ।
কোভিড বিধি মেনে রবিবার সংস্থা’র উদ্যোগে কৃষ্ণনগরের শক্তিনগর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে রক্তদান করেন মোট ২৭ জন রক্তদাতা।
শিবির শুরুর পূর্বে স্যানিটাইজ করা হয়। ভীড় এড়াতে রোগীদের নাম নথিভুক্ত করে ফোন করে ডেকে ডেকে চলে রক্তদান। এছাড়াও তাদের উদ্যোগে রাস্তায় মাস্ক না পরা ব্যক্তিদের মাস্ক বিষয়ে সচেতন করা হয় ও মাস্ক বিলি করা হয়।
সংস্থার সদস্যরা জানান ” বর্তমান পরিস্থিতিতে মানুষ খুব সমস্যার মধ্যে আছেন তাই সংস্থার পক্ষ থেকে আমাদের এই রক্তদান শিবির”।
রক্ত সংগ্রাহক নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মীরা জানান, বর্তমান পরিস্থিতিতে একজন ডোনারের রক্তদান হলেও তা ১০ জন রক্তদানের সমান। সবার কাছে তারা রক্তদান শিবির করার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের বিভিন্ন সংস্থার সদস্যরা।