বিজেপি বিধায়ককের অসুস্থতার সময় পাশে রেড ভলেন্টিয়ার ! রাজনীতির রণাঙ্গানে জারি থাকুক লড়াই

Social

মলয় দে, নদীয়া :- জীবনে রাজনীতি সব নয় জানেন অনেকেই কিন্তু মানে কজন! আবার এই রাজনীতি নিয়ে সম্পর্ক তলানীতে যায় এমন নজির প্রায় প্রত্যেকেরই জানা। রাজনীতির উর্ধে এমন কিছু আছে যা মাপা যায়না।

নদীয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিমের সদ্য নির্বাচিত বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় হটাৎ অসুস্থ হয়ে পড়েন গত শনিবার ১৫ তারিখ। তিনি রানাঘাট বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর রানাঘাটের বিশিষ্ট চিকিৎসক তাকে দেখে তার লালা রস পরীক্ষা করার নির্দেশ দেন।কোরোনা পজিটিভ রিপোর্ট আসার কারণে গতকাল তাকে কলকাতা বেসরকারি হাসপাতালে পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু অক্সিজেনর সমস্যা দেখা দেয়! এমন অবস্থায় রানাঘাট রেড ভলিনটিরার্স এর সদস্যরা অক্সিজেন ও এম্বুলেন্সের ব্যাবস্থা করে বিধায়ক কে কলকাতাতে পাঠায়।রাজনীতির উর্ধে গিয়ে এমন উদাহরণ খুব একটা দেখা যায় না ।

পার্থসারথি চট্টোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূলের নেতৃত্ব দিয়ে এসেছিলেন, এরপর নতুন দল বিজেপিতে যোগ দেওয়া এবং সেখান থেকেই বিধায়ক হওয়া। অথচ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, তার পুরনো দল তৃণমূল নতুন দল বিজেপি সকলেই জানেন তিনি অসুস্থ তবুও তাদের পাশে থাকতে দেখা যায়নি কাউকে! কিন্তু সারা জীবন বিরোধিতা করা বামপন্থী ছাত্র যুবরা অসময়ে আজ তার পাশে। খুব স্বাভাবিক অথচ বেনজির এ ঘটনার জন্য রেড ভলেন্টিয়ার দের সাধুবাদ জানিয়েছেন রানাঘাটের বহু সাধারণ মানুষ। তবে তার পারিবারিক সূত্রে জানা যায় তিনি এখন সুস্থ আছেন।

Leave a Reply