করোনা আবহে হাতে গোনা কয়েকজন ভক্তকে নিয়ে মা জহুরা কালীর পুজো

Social

দেবু সিংহ,মালদা-‌ করোনা আবহে হাতে গোনা কয়েকজন ভক্তকে নিয়ে হয়ে গেল মা জহুরা কালীর পুজো। বৈশাখ মাসের মঙ্গলবার ও শনিবারগুলিতে বিশেষ পুজো হয়ে থাকে। গতকাল ছিল বৈশাখী পুজোর শেষ শনিবার। যদিও ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশাধিকার ছিল না। বাইরে থেকে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে পুজোর ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রায় ৪০০ বছরের পুরনো ইংলিশবাজারের জহুরাতলার মা জহুরাকালীর মন্দির। এখনও নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে। বৈশাখ মাসের দিনগুলিতে ভিন রাজ্য, ভিন জেলার পাশাপাশি এ জেলার ভক্তরা ভিড় জমিয়ে থাকেন। কিন্তু করোনা আবহে এই মরশুমে করোনা বিধি মেনেই হাতে গোনা ভক্তদের নিয়ে পুজো করা হয়।

উপস্থিত একজন ভক্ত জানান মন্দিরে ঢোকা নিষেধ তাই বাইরে থেকেই মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। মা সবার মঙ্গল করবেন।

নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে সবার কাছে আবেদন , প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। ভিড় এড়িয়ে চলুন, নিজে সুরক্ষিত থাকুন ও পরিবারকে সুরক্ষিত রাখুন।

Leave a Reply