ফুটবলের মাঠে গোবিন্দা ! অভিনেতা গোবিন্দাকে দেখতে উপচে পড়ল জনতার ভিড়

Social

দেবু সিংহ,মালদা : অভিনেতা গোবিন্দাকে দেখতে মাঠে উপচে পড়ল জনতার ভিড়।
গুড মর্নিং ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ রবিবার রাত দশটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দানে উপস্থিত হয়ে ছিলেন, বলিউড অভিনেতা গোবিন্দা।
এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গুড মর্নিং ক্লাবের সম্পাদক দীপক সরকার সহ অন্যান্য অতিথিরা।
শনিবার রাত থেকে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। মোট আটটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার রাতে বলিউড অভিনেতা গোবিন্দাকে দেখতে মাঠে ভিড় জমান হাজার হাজার দর্শক।
পরিস্থিতি সামাল দিতে ময়দানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
করোনা কালে গত দুই বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়নি, এ বছর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুইদিন ধরে মাঠে খেলা দেখতে ভিড় জমান ফুটবলপ্রেমীরা।

Leave a Reply