মলয় দে নদীয়া :- কথায় আছে আপন ভালো পাগলেও বোঝে! মুখে সচেতনতা কথা বলে সব বুঝেও অকারণে অপ্রয়োজনে বাড়ির বাইরে একটু গল্পগুজব না হলে ভাল লাগে না বেশিরভাগ পুরুষ সদস্যদের। এইরকমই অবাধ্যদের গৃহবন্দিতে বাধ্য করাতে নদীয়ার শান্তিপুরে পুলিশি অভিযান চললো দুপুর বারোটার পর থেকেই।
কখনো বা ক্লাবের মধ্যে গুলতানি, কখনো চায়ের দোকানে নিউজ বুলেটিন, দেশের দশের বিভিন্ন আলোচনা নিয়ে পাড়ার মোড়ের গোল বৈঠক! সবটাই ভেস্তে গেলো পুলিশি টহলদারিতে। কেউ মারলেন গঙ্গায় ঝাঁপ, কেউবা সাইকেল ফেলেই উর্ধশ্বাসে দৌড়! বুদ্ধিমানেরা অবশ্য মিষ্টির দোকানে। প্রয়োজন অথবা ঔষধ কেনার ছুঁতোয় আপাতত এ যাত্রায় বাঁচলেন। তবে প্রকৃত প্রয়োজনে রাস্তার বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ প্রমাণ করতে পারলে মিলবে ছাড়।
তবে প্রশাসন সূত্রে জানা যায় আজ কোন গ্রেপ্তার বা আটক হয়নি প্রথম দিন বলেই! সরকারি নির্দেশ না মানলে কড়া দাওয়াই এর সাথে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবে না প্রশাসন।