দেবু সিংহ,মানিকচক :বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুতোলা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, আহত শিশুর বাড়ির পার্শ্ববর্তী ইটভাটা এলাকা থেকে বল ভেবে বোম বাড়ি নিয়ে আসে। বাড়ির লোক সেটাকে বাইরে ফেলে আসতে বললে শিশুরা বাইরে ফেলতে যায়। বাড়ির সামনে সিঁড়ির কাছে বোমাটি ফেটে যায়। এই ঘটনায় দুই শিশু আহত হয়েছে। আহতরা হলো আসিরুল ইসলাম বয়স ৯ বছর। আহত শিশু তৃতীয় শ্রেণীর ছাত্র। আহত শিশু নাসু টোলা প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র। ওপর আহত শিশু আব্দুল মোমিন বয়স আনুমানিক ৭ বছর।এলাকায় মোতায়েন রয়েছেন মানিকচক থানার পুলিশ।
