মলয় দে, নদীয়া:- দিনের মধ্যে দুবার নয়! এখন থেকে বাজার খোলা শুধুমাত্র সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। নদীয়ার শান্তিপুরের বাজারের একজন কাঁচা আনাজ বিক্রেতা জানান, আড়ৎ থেকে মাল নিয়ে এসে দোকান গোছাতে গোছাতে আটটা বেজে যায়, থাকল মাত্র ২ ঘন্টা বাকি। ৫ ঘন্টা ধরে যেটা বিক্রি করতাম, তা দু’ঘণ্টার মধ্যে বেচাকেনা করতে হলে, বাজারে ভিড় তো আরো বাড়বেই! কাঁচামাল রাখা যাবে না একদম অন্তিম লগ্নে যে পরিমাণ লসে দিয়ে দিতে হচ্ছে, তা সকাল থেকে উপার্জনও হয়নি।
মাছ বিক্রেতাদেরও একই কথা। অন্যদিকে বাজার করতে আসা ক্রেতারা প্রয়োজনাতিরিক্ত বাজার করছেন না প্রতিদিন খোলা থাকবে বলে। তাই প্রতিদিনই সকালে এ দৃশ্য দেখা যাবে বলেই মনে করছেন একশ্রেণীর সচেতন ক্রেতারা। আম লিচু তালশাঁস বা এসময়ের যেকোনো ফল বিক্রেতারা, গাছের ফল পেড়ে তা বাজারে নিয়ে আসার সময় পাবে না সকাল দশটার মধ্যে। তাহলে তারা বিক্রি করবে কোথায়! এ প্রশ্নও উঠছে ফল চাষীদের কাছ থেকে।
তবে স্বল্প সময়ে বাজার তাই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।