নদীয়ায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের

Social

সোশ্যাল বার্তা: গতকাল ছিল ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস! সারাদেশে রয়েছে থ্যালাসেমিয়া রোগী,  নিয়মিত যাদের রক্ত লাগে। এবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নদীয়া’র কৃষ্ণনগর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে প্রতিদিন প্রচুর শিশুর রক্তের প্রয়োজন হয়! অথচ রক্তদান শিবির এর অভাবে রক্ত কেন্দ্রে রক্তের সংকট চলছে।  আশঙ্কা করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের দিনে শিশুরা সংকটের মুখে পড়তে পারে!

এমতাবস্থায় স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা ফাউন্ডেশন এর সম্পাদক সুদীপ্ত ভৌমিকের অভাবনীয় পরিকল্পনায় অভিনব উদ্যোগ নেওয়া হয়! এই দিনে প্রত্যেকটা শিশু যাতে রক্ত পায় তার জন্য ফেসবুক হোয়াটস অ্যাপে পোস্ট করা হয় এবং মাত্র ২৪ ঘন্টার মধ্যে বেশকিছু রক্তদাতার ব্যবস্থা করা হয়!

ভালো সাড়াও পাওয়া যায়, ১৩ জন থ্যালাসেমিয়া আক্রান্ত এবং এক গর্ভবতী মহিলা সহ মোট ১৪ জনের জন্য শক্তিনগর ব্লাড সেন্টারে রক্তদানে এগিয়ে আসেন ১৪ জন মহান রক্তদাতা!

এই মহতী কর্মকাণ্ডে দু’একটি সংগঠন এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সাহায্যের হাত বাড়িয়ে দেন! দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রচেষ্টার অন্যতম সক্রিয় সদস্য পুলক মজুমদারের বিবাহ বার্ষিকী উপলক্ষে তিনি নিজেও রক্তদান করেন এবং থ্যালাসেমিক শিশুদের হাতে সামান্য খাদ্য সামগ্রী তুলে দিয়ে প্রচেষ্টা ফাউন্ডেশন এর পক্ষ থেকে। এরূপ অভাবনীয় উদ্যোগে খুশি কৃষ্ণনাগরিকগণ।

Leave a Reply