তিন দিন বেড়ে আগামী ১৫ই মে পর্যন্ত চলবে নবদ্বীপে শ্রী চৈতন্য বইমেলা

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার নবদ্বীপ পৌরসভা ও নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা কমিটির আয়োজনে গত ৫ই মে থেকে নবদ্বীপ পীড়তলা এ্যাথেলেটিক ক্লাব ময়দানে শুরু হয়েছিল ২১তম বর্ষ শ্রী চৈতন্য বইমেলার।

নির্বাচন ও ছাত্র-ছাত্রী দের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকার জন্য এবছরের বই মেলা এই মে মাসে করার সিদ্ধান্ত নেয় পৌরসভার তরফে। পৌরসভার এধরণের উদ্যোগে খুশি নবদ্বীপ শহরের ও নবদ্বীপের পার্শ্ববর্তি এলাকার ছাত্র ছাত্রী থেকে শিক্ষানুরাগী সকলেই। আর নবদ্বীপের শ্রী চৈতন্য বইমেলার মেলা প্রঙ্গন এক দিন শিক্ষা ও সংস্কৃতির এক মেলবন্ধনের নজির গড়ে তোলে।
প্রতিদিনি বই মেলার সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় স্থানীয় ও সনামধন্য বিভিন্ন শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিন্তু গত কয়েক দিন ধরে প্রাকৃতিক দূর্যোগের কারনে বই মেলার একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। বই প্রেমিদেরও মন ভার।পাশাপাশি মেলায় আগত পাবলিশার্স দেরও তেমন বই বেচাকেনা হয়নি।
সকলের কথা চিন্তা করে বই মেলা কমিটি এই মেলাকে পূর্ব ঘোষিত ১২ ই মে এর পরিবর্তে তিন দিন বাড়িয়ে আগামী ১৫ ই মে পর্যন্ত করার কথা ঘোষণা করে।
বই মেলা কমিটির এহেন সিদ্ধান্তে খুশি সকলেই।

Leave a Reply