দেবু সিংহ,মালদা : গণবিবাহের অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদার আট মাইল এলাকায়। ধর্ম প্রসার বিভাগ এই আয়োজন করে। ১৩২ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে দেওয়া হয় এদিন। সিংহভাগই আদিবাসী সমাজের। জানা গেছে আদিবাসীদের মধ্যে যাঁদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা রয়েছে, হয়ত গরিব বলে বিয়ে না করেই পাত্র-পাত্রী এক সঙ্গে থাকতে শুরু করেছে, এমন পাত্র-পাত্রীদের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। সঙ্গে বিয়ের যাবতীয় সামগ্রী দেওয়া হয়। আয়োজক সংগঠনের একনিষ্ঠ সদস্য সুকান্ত সরকার বলেন,‘আমাদের এখানে প্রায় ৯০ শতাংশই আদিবাসী সমাজের রয়েছে। বাকিরা অআদিবাসী।
আদিবাসী সমাজের প্রথা মেনে বিয়ে দেওয়া হল। খুব গরিব পরিবারে এঁরা, বিয়ে করার মতো অর্থ নেই এঁদের। তাঁদের আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। যদিও আদিবাসী প্রথা মানা হচ্ছে না বলে আপত্তি জানিয়ে পথ অবরোধে নামে ঝাড়খন্ড দিশম পার্টি। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু পক্ষের মধ্যে ইট ছোঁড়াছুঁড়িও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।