নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার  ১৫ নাম্বার ওয়ার্ডে কবি গুরুর মূর্তিতে মাল্যদান

Social

রমিত সরকার, নদীয়া:  আজ ২৫ শে বৈশাখ । আজ থেকে ১৬০ বছর আগে বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম জয়ন্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অনুষ্ঠিত হয়। তবে করোনাকালীন পরিস্থিতিতে অনেক স্থানেই অনুষ্ঠানের ধারাকে একটু সীমাবদ্ধতায় বেড়াজালে আবদ্ধ করেছে। তেমনই এক চিত্র দেখা গেলো নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার  ১৫ নাম্বার ওয়ার্ডে।

প্রাক্তন কাউন্সিলার দিলীপ দাস নানা সময় নানা রকম ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন । তবে করোনাজনিত করনে এই বছর তা ছোটোর মধ্যেই সীমাবদ্ধ রাখলেন প্রাক্তন কাউন্সিলার দিলীপ দাস ও তার ওয়ার্ডের সভ্যবৃন্দ।

সকাল ১১ নাগাদ রায়পাড়া মালিপাড়া শিশু উদ্যানে থাকা আবক্ষ মূর্তি তে কাউন্সিলর দিলীপ দাস সহ উপস্থিত সকলেই মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন।

ওয়ার্ড কাউন্সিলর দিলীপ দাস‌‌ জানান ,” প্রতিবছরই এখানে বড় করে রবীন্দ্রনাথকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে বিগত বছর থেকে করোনা অতিমারিতার জন্য অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে করতে হচ্ছে “।
তিনি আরো বলেন‌ যে “সঠিকভাবে করোনা বিধি মেনে চললে করোনা একদিন ঠিক চলে যাবে তখন বড় বড় করে অনুষ্ঠান করা যাবে”।

Leave a Reply