ট্রেন বন্ধ ! বাসের সংখ্যাও প্রায় অর্ধেক, স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলবেন যাত্রীরা?

Social

মলয় দে, নদীয়া :-মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেছে রাজ্যে করোনা পরিস্থিতির জন্য গণপরিবহন চলবে পঞ্চাশ শতাংশ। যার ফলে বৃহস্পতিবার নদীয়ার রানাঘাটে দেখা গেল লোকাল বাসের সংখ্যা খুবই নগণ্য। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া মতো দেখা দিয়েছে লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধের মতো ঘটনা।

রাস্তায় বাসের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে সাধারণ যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েও মিলছে না লোকাল বাস। যার ফলে দরকারি কাজ সারতে সাধারণ মানুষের অনেকটাই বিলম্ব হচ্ছে।বাস না থাকায় তারা হয়রানিরও শিকার হচ্ছেন। স্বভাবতই বাসে অত্যাধিক ভিড়ের জন্য যাত্রীরা প্রশ্ন তুলছেন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবো?

Leave a Reply