মলয় দে, নদীয়া:- স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কোভিড ইউনিট চালু হল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। এদিন সকাল থেকেই চালু হয়ে গিয়েছে এই কোভিড ওয়ার্ড। হাসপাতাল সূত্রে জানা যায়, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ১৫ টি শয্যাবিশিষ্টর মধ্যে ৪ টি করোনা আক্রান্ত প্রসূতিদের জন্য।
করোনা সংক্রমনের প্রথম পর্বে নদীয়া জেলার উত্তর অংশ সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল কৃষ্ণনগরের গোলকাল হাসপাতালের ওপর। দক্ষিণ অংশের মানুষদের চিকিৎসা করাতে যেতে হতো কল্যাণীতে। কিন্তু এবার করোনার দ্বিতীয় পরিস্থিতি আরো জটিল হওয়ায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সংক্রমিত দের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খুশি আপামর চৈতন্য ভূমির বাসিন্দারা।