মোটর গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির এবং মোটর সাইকেল আরোহী শিশুদের হেলমেট 

Social

মলয় দে নদীয়া:- পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে সারা রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে বিভিন্ন সামাজিক কর্মসূচি, আর সেখানে আগত সাধারণ মানুষদের পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা চলছে জোর কদমে।

পথ দুর্ঘটনা এড়াতে গাড়িচালকদের চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যদিও গাড়ি চালকরা তাদের চোখে পাওয়ার এসেছে কিনা দূরের দৃষ্টি কতটা ঠিক রয়েছে, তার জন্য তারা চোখ পরীক্ষা করার নিয়মিত ব্যবস্থা করেন না। সে কথা মাথায় রেখেই নদীয়ার ভীমপুর থানার উদ্যোগে রবিবার গাড়িচালকদের চক্ষু পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছিল এবং সেইসঙ্গে চক্ষু পরীক্ষা নিয়ে গাড়ি চালকদের সচেতন করা হয়েছে। শুধু তাই নয়,মোটরবাইকে করে ছেলেমেয়েদের স্কুলে পৌঁছাতে গিয়ে বাবা-মায়েরা হেলমেট পড়লেও ছেলেমেয়েদের মাথায় হেলমেট না দেওয়াটা দুর্ঘটনার একটি অন্যতম কারণ বলে পুলিশের পক্ষ থেকে মনে হয়েছে। তাই সহ রাইডারদের হেলমেট পড়ানো নিয়ে সচেতন করার লক্ষ্যে হেলমেট বিলি করে ভীমপুর থানার পুলিশের পক্ষ থেকে মোটরবাইক চালকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

Leave a Reply