মলয় দে, নদীয়া :- কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকের উদ্যোগে ও কৃষ্ণনগর ট্রাফিক গার্ড পুলিশের সহযোগিতায় শনিবার দুপুরে কোতোয়ালি থানার ট্রাফিক গার্ড কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতেই জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এই দিন জানান পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক, ঈশানী পাল। এইদিনের রক্তদান শিবিরে পুরুষ, মহিলা সহ মোট ৩৫ জন পুলিশকর্মী স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলেও জানান পুলিশ সুপার।
বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে এর আগেও কৃষ্ণনগর জেলা পুলিশ ডিস্ট্রিকের উদ্যোগে তেহট্ট থানা সহ বিভিন্ন থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, এছাড়াও পরবর্তীকালে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগে জেলার অভ্যন্তরে বিভিন্ন থানায় নেওয়া হবে বলেও এইদিন জানান পুলিশ সুপার।