মলয় দে, নদীয়া:- শনিবার সকাল বেলে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া পাড়া তারক ব্যানার্জি পার্কের পাশে রাধেশ্যাম দাসের জমিতে নির্মাণ কাজের উদ্দেশ্যে খনন করা ভিতের মধ্যে থেকে উঠে আসলো প্রকাণ্ড একটি বিষধর সাপ এবং তা দেখে এলাকায় জমলো ভিড়! আতঙ্কে চাঞ্চল্য দেখা যায় যথেষ্ট। প্রফুল্ল নগর নিবাসী বিনয় সরকারের ওই স্থানে কাঠের দোকান।আর পাঁচটা সাধারণ দিনের মতো আজও দোকান খুলতে এসে দেখেন প্রচুর মানুষের ভিড়, অতীতে সাপ ধরার অভ্যাস থাকায়, মই দিয়ে ওই ভিতের গর্তে নেবে, সাবধানতার সাথে সুকৌশলে ধরে ফেলেন এই সাপটিকে। এরপর বনদপ্তর এর ফোন করেন, সাপটিকে হস্তান্তর করার উদ্দেশ্যে। একজন এলাকাবাসী বলেন, “বন দপ্তরের কর্মীরা এসে নিয়ে যায় সাপটি। সাপকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর তাই ফোন করেছীলাম। সাপটিকে নিয়ে যাবার পর, সেও ফিরে পেলো নতুন জীবন, আর আমরা পেলাম নির্ভয়ে বসবাস” ।