মলয় দে নদীয়া;-রাত পোহালেই জামাই ষষ্ঠী। রীতি অনুযায়ী এই দিনে মেয়ের বাবা মা তার জামাইকে ষষ্ঠী রূপে বরণ করে নেন। প্রত্যেক বছর এই জামাইষষ্ঠী উপলক্ষে ব্যাপক চাহিদা থাকে মিষ্টির। কিন্তু এবছর করোনা আবহে লকডাউন চলায় জামাইষষ্ঠীতে তেমন বিকিকিনির লক্ষণ দেখতে পাচ্ছেন না মিষ্টান্ন ব্যবসায়ীরা।
বুধবার জেলার বিভিন্ন মিষ্টিরদোকানি দাবি করেন যে, জামাইষষ্ঠীর বিশেষ মিষ্টির প্যাকেজ তৈরি করা হয়েছে। যাতে ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন। কিন্তু তাতেও হেলদোল নেই জামাইদের। অন্যদিকে তালশাঁস, আম কাঁঠাল লিচু অন্যত্র পরিবহন না হওয়ার কারণে দাম হাতের নাগালে কিন্তু তেমন ভীড় দেখা গেল না দোকান গুলিতে ।
শান্তিপুরের একজন ফল বিক্রেতা বলেন ,প্রতি বছর এই দিনটিতে খরিদ্দার ঠেকানো খুব চাপ হয় আরে এবারে দোকান ফাঁকা । জানিনা এর থেকে কবে সুরাহা মিলবে ।