দেবু সিংহ,মালদা: কালিয়াচক থেকে উদ্ধার বোমা গুলি নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াডের দল। সংশ্লিষ্ট এলাকার একটি ফাঁকা বাগানে নিষ্ক্রিয় করা হয় বোমা-গুলি।
উল্লেখ্য রবিবার সকালে কালিয়াচকের আলিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় পরপর একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা সামিউল শেখের বাড়ি চালা উড়ে যায়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী এবং মালদা থেকে গিয়ে পৌঁছায় বোম স্কোয়াডের দল। যদি এই ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির মালিক। তবে কোথা থেকে বোমা-গুলি এল কি কারনে মজুত করে রাখা হয়েছিল পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।