তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কে এসপুলের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক বাইক আরোহীর

Social

তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কে এসপুলের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে এসপুল এর কাছে। স্থানীয়দের দাবি মাছের গাড়ি বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনা স্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম ভাষ্কর মিশ্র। বয়স 26 বছর। বাড়ি নন্দকুমার থানার বোরগোদা এলাকায়। নিকাশির দিক থেকে রাত্রি সাড়ে 9টা নাগাদ বাইক নিয়ে বাড়ি ফেরার পথে এসপুলের কাছে মাছের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক ও নন্দকুমার থানার পুলিশ। কয়েক ঘণ্টার ব্যাবধানে এক কিলোমিটার মধ্যে জোড়া দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply