নদীয়ার শান্তিপুরে প্রাক বসন্ত উৎসব পালন করলো সোনার তরী ডান্স একাডেমি

Social

মলয় দে, নদীয়া :- শীতের শুষ্কতা এবং গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মধ্যবর্তী সময় বসন্ত। আর এ সময়ই শিমুল পলাশ রক্ত করবি জানান দেয়, মনের সমস্ত গ্লানি মলিনতা সরিয়ে, আবিরের রঙে রাঙা হয় নবজীবন। পাতাঝরা বনে বনেও ডালে ডালে লাগে বসন্তের আগুন ! তাইতো এসময় বসন্ত।

আর তাকে ঘিরেই বাঙালির উন্মাদনার শেষ নেই! বিভিন্ন উৎসবের মাঝে বরণ করে নেওয়া হয় প্রকৃতির এই পরিবর্তন।
নদীয়ার শান্তিপুরে, সোনার তরী ডান্স একাডেমি’র পক্ষ থেকে প্রাক বর্ষবরণ অনুষ্ঠিত হলো। নাচের স্কুলের মেয়েরা, বিগত বছরগুলি পেরিয়ে আবারো একটি নতুন বছরের সন্ধিক্ষণে সখীদের সাথে আবির খেলে জানালো বসন্ত এসে গেছে..
করোনার ভয়াবহতাতে বিগত বছর যেভাবে কেটেছে তা থেকে মুক্তির প্রার্থনা ফুটে উঠেছে তাদের নৃত্যের মাধ্যমে।

Leave a Reply