বাড়ি থেকেই ভোট দিলেন বিশেষভাবে সক্ষম ও ৮০ বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষ

Social

সোশ্যাল বার্তা:  ৮০ বছরের ঊর্ধ্বে ও প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হল চন্দ্রকোনায়। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মহেশপুর,ভগবন্তপুর,ভৈরবপুর,কেশাডাল সহ বেশকয়েকটি জায়গায় চলে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ চলল। চন্দ্রকোনা ২ নং ব্লকে মোট ১১৬ জন বয়স্ক ও প্রতিবন্ধী ভোটার আবেদন করে,তার ভিত্তিতেই শনিবার সকাল থেকে দুটি দলে ভাগ হয়ে শুরু হয় কমিশনের আধিকারিক,পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ।

এদিন ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ২৩ জনের ব্যালট পেপার ইস্যু হয়েছে,এদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে কড়া নিরাপত্তা বলয়ে চলে ভোট গ্রহণ।আগের ভোট বাড়ি থেকে কয়েক কিমি দুরে পরিবারের সাহায্যে ছাড়া দিতে যাওয়া অসম্ভব ছিল।কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রবীণ ভোটারদের জন্য অভিনব পন্থা অবলম্বন করে এবং চলছে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ,বাড়িতে বসেই ব্যালট পেপারে নিজের ভোট নিজে দিতে পেরে খুশি ৮০ ঊর্ধ্ব বয়স্ক ও প্রতিবন্ধীরা।

Leave a Reply