সোশ্যাল বার্তা: নদীয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের মুরুটিয়া অঞ্চলের মুরুটিয়া জগন্নাথ মন্দির এবং বালিয়াডাঙ্গা গ্রামে রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে করিমপুর বিধানসভা’র বিধায়ক বিমলেন্দু সিংহরায় এর বিধায়ক তহবিল এর অর্থে দুটি জায়গায় দুটি উচ্চ বাতিস্তম্ভ বসানো হয়। সোমবার বাতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, তেহট্টের মহকুমাশাসক মৌমিতা সাহা, করিমপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শামসুজ্জামান, প্রকাশ চক্রবর্তী, মুরুটিয়া অঞ্চলের পঞ্চায়েত প্রধান সোহেল রানা শেখ সহ অন্যান্যরা।
বিধায়ক বিমালেন্দু সিংহরায় জানান এলাকার অধিবাসীরা এই এলাকায় লাইট লাগানোর কথা বলেছিলেন। তাদের কথার প্রয়োজনীয়তার ভেবেই দ্রুত এই কাজ সম্পন্ন করা হয়েছে।