মালদায় ৭০ কেজি মণিপুরী গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Social

দেবু সিংহ,মালদা : গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৭০ কেজি মণিপুরী গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।
রবিবার গভীর রাতে ইংরেজ বাজার থানার ঘোরাপীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই মাদক কারবারীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারিদের নাম, মহাদেব সরকার(২৯)। বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। আরেকজনের নাম, সঞ্জয় প্রামাণিক (২৬)। বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়।
ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৭০ কেজি গাঁজা। যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়।

ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বস্তায় ভরে দুই মাদক কারবারি গাঁজা বিক্রি করার জন্য মিল্কির দিকে নিয়ে যাচ্ছিল। সাত দিনের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের।

Leave a Reply