মলয় দে নদীয়া :-নদীয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের হবিবপুর ও নওপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮০০ বিঘার আমদা বিল অবৈধভাবে লিজ দেওয়ার অভিযোগে শুক্রবার স্থানীয় বাসিন্দারা রানাঘাট এক নম্বর ব্লকের একটি ডেপুটেশন জমা দিলেন ও দীর্ঘক্ষন বিক্ষোভ দেখালেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি ওই আমদা বিল কে কেন্দ্র করে বেঁচে রয়েছে ৫০০ টিরও বেশি মৎস্যজীবী পরিবার। যে পরিবারগুলোর স্থায়ী সম্পত্তি বলে কিছুই নেই যারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের নির্ভর ওই আমদার বিল। সকাল হলেই প্রতিটি পরিবার মাছ কাঁকড়া এবং গুগলি ধরেই তা বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে সংসার চালায়। সেই আমদার বিলের উপর নজর পড়েছে প্রভাবশালীদের একাংশের এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। তাই তারা বিডিও অফিসের সামনেই দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানো ও একটি স্মারকলিপি জমা করেন ব্লক আধিকারিকের নিকট। যদিও ব্লক আধিকারিক স্মারকলিপি নেবার পর তিনি জানান বিষয়টি খতিয়ে দেখবেন।