সোশ্যাল বার্তা: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা কে প্রতিষ্ঠিত করার দাবিতে রফিক, জব্বার, সাফিউল, সালাম, বরকত সহ অনেক তরুণ শহীদ হন পুলিশের গুলিতে। ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে ২১ শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে “স্বতন্ত্র” বগুলা নদীয়া’র উদ্যোগে বগুলা সরোজ মুখার্জি স্মৃতি ভবনের অঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। প্রভাত ফেরী, একুশে ফেব্রুয়ারী ‘র শহীদদের প্রতি শ্রদ্ধায় শহীদ বেদীতে মাল্যদান, গান, কবিতা, আলোচনা সভা হয়।
এলাকার প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক সুধাংশু কুমার বিশ্বাস, রাজনৈতিক কর্মী মৃণাল বিশ্বাস সহ এক-শতাধিক মানুষ পদযাত্রাতে অংশ গ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন পবিত্র বিশ্বাস, অনুষ্কা সরকার।
স্বরচিত কবিতা পাঠ করেন বীরেন্দ্র নাথ বালা, অধীর বালা এছাড়াও একুশে ফেব্রুয়ারির প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেন সুধাংশু কুমার বিশ্বাস।