সোশ্যাল বার্তা : ঐতিহাসিক দিন ২৭ জুলাই, তৃণমূল কংগ্রেসের কাছে নানুর দিবস হিসেবে পরিচিত । নানুরে সুচপুর গ্রামে তরতাজা তৃনমুল কংগ্রেস এর ১১ জন কর্মী শহীদ হয়েছিলেন। শেখ নিজাম,রসুল বক্স,সবুর শেখশেখ সালামাত,হরাই শেখ,সরণ মিটি,সফিকুল শেখশেখ শফিক,আশরাফ শেখসাইফুর শেখ,শেখ আলি হোসেন।
নানুর দিবসকে স্মরণীয় করে রাখতে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয় । যার মুখ্য আয়োজক হলদিয়া পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান ।হলদিয়া রবীন্দ্র নজরুল মঞ্চে নানুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল ,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মন্ডল , পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী ও হলদিয়া পৌরসভার কাউন্সিলর ও নেতৃত্বরা। হলদিয়ার নানুর দিবসে রক্তদান শিবিরে প্রায় ৪০০ জন রক্তদাতারা স্বেচ্ছায় রক্ত দান করেন ।
অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আজগর আলি (পল্টু) এর আয়োজনে নানুর দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । এছাড়া উপস্থিত ছিলেন সুশান্ত মালি ও প্রমূখ ।
প্রসঙ্গত,২০০০ সালের ২৭শে জুলাই বীরভূম জেলার সুচপূরের নানুরে চার বিঘা জমিতে চাষের অধিকার নিয়ে ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুরকে খুন করা হয়। এই সংঘাত সাম্প্রতিক কালের এক অন্যতম রাজনৈতিক সংঘাত হিসেবে পরিচিত। ওই গণহত্যার পরে নানুরের বাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শহিদ বেদী তৈরী করে ‘শহীদ দিবস’পালনের আয়োজন করেন তখনকার বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০১০ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে এই মৃতদের খুনের বিচার করাতে দিতে উদ্যোগী হন। সেই থেকে শ্রদ্ধার সঙ্গে নানুর দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস।