রমিত সরকার: সর্বভারতীয় পরীক্ষা CSIR-UGC NET – এ সর্বোচ্চ নাম্বার পেয়ে আবারও বাংলার মুখ উজ্জ্বল করলো বীজপুরের বাসিন্দা স্বর্ণালী দে। জুনিয়ার রিসার্চ ফলোশিপ এবং লেকচারশিপ/ সহকারি অধ্যাপকের জন্য যৌথ সিএসআইআর- ইউজিসি ন্যাশনাল এলিজিবিল টেস্টে (নেট-২০২০) গোটা দেশে প্রথম হয়েছেন স্বর্ণালী। জীববিদ্যা বিষয়ে সর্ব ভারতীয় স্তরে তাঁর র্যাঙ্ক ১।
উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া ওয়ার্কশপ রোডের অধ্যাপক বিশ্বজিৎ দে র কন্যা স্বর্ণালী। বিশ্বজিৎ বাবু ফেসবুকে মেয়ের সাফল্য তুলে ধরে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্বর্ণালী কল্যাণী স্ত্রীন্ডেল হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বেথুন কলেজে বোটানি অনার্স নিয়ে ভর্তি হন। এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে এমএসসি করে সেখানেই গবেষণা করেছেন। প্কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীব বিদ্যা বিষয়ের ফেসবুক পেজেও স্বর্ণালীর এই উজ্জ্বল কৃতিত্ত্বের কথা উল্লেখ করে অভিনন্দন জানিয়েছে। প্রসঙ্গত স্বর্ণালী এমএসসি তেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগে ফার্স্ট র্যাঙ্ক করেছিল। স্বর্ণালীর এই কৃতিত্বের জন্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয় কিছু উপহার তুলে দিয়েছেন তাঁর পিতা মাতার হাতে।