জাতীয় সেবা প্রকল্পে উদ্যোগে করোনা সচেতনতায় বিদ্যালয়ে দেওয়াল লিখন

Social

সোশ্যাল বার্তা: করোনা সংক্রমণের জেরে এক সময়ে সারাদেশ জুড়ে জারি হয়েছিল লকডাউন। বর্তমানে আনলক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে অফিস আদালত । ১২ইফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হলো রাজ্যের বিদ্যালয়গুলি। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়ে চালু হচ্ছে পড়াশুনা। তবে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে বিদ্যালয়গুলিকে সঙ্গে ছাত্রছাত্রীদের।

ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্প বিভাগ। বিদ্যালয়ের ঢোকার গেটের দুই পাশে বৃহস্পতিবার করোনা সচেতনতায় দেওয়াল জুড়ে লেখা হলো করোনা সচেতনতার বার্তা।

মাস্ক ব্যবহার , বারে বারে হাত ধোয়া, একে অপরের সঙ্গে ৬ফুট দূরত্ব মেনে চলা সহ একাধিক সতর্কতামূলক বিষয় দেওয়ালে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীও অভিভাবকদের করোনা বিষয়ে বিভিন্ন সাবধানতা অবলম্বন করানোর জন্যই জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে এই উদ্যোগ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান সারা বছর ধরেই সামাজিক সচেতনতামূলক কাজ করে চলে আমাদের বিদ্যালয়ের এনএসএস বিভাগ। ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার বলেন সরকারি নিয়ম মেনে ছাত্র-ছাত্রীরা যেন চলে তা অবগত করাতেই এই পদক্ষেপ। বিদ্যালয়ের এই ভূমিকায় খুশি অভিভাবক -অভিভাবিকাবৃন্দ ।

Leave a Reply