কোচবিহার জেলার সান সাইনিং ক্লাবের মহিলা পরিচালিত দুর্গোৎসব এর থিম ইয়ার স্ট্রাইক ও উইং কমান্ডার অভিনন্দন ভর্তমান।পুলওয়ামা হত্যাকাণ্ড ভারতবাসীর মনে গভীর ছাপ ফেলে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকেও এয়ার স্ট্রাইক করা হয়।২৭ শে ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান গুলিকে টক্কর দিতে ভারতীয় বায়ুসেনা দুটি মিগ ২১ যুদ্ধবিমান ও মুহুর্তের মধ্যে উড়ে যায়। যার একটিতে ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন ভর্তমান। প্রতিরক্ষা দপ্তরের সূত্রানুযায়ী-তিনি পাকিস্তানের বিমান বাহিনীর একটি এফ-১৬ যোদ্ধা জেট বিমানকে ধ্বংস করেন।
কিন্তু তার বিমান আক্রান্ত হলে তিনি পাক অধিকৃত কাশ্মীরে অবতরণ করেন। পাকিস্তানের সেনাবাহিনী অভিনন্দন ভর্তমানকে গ্রেফতার করে।১লা মার্চ ২০১৯ সালে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়।ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় বায়ুসেনার এই অফিসার কে।অভিনন্দন ভর্তমানের নাম সারা দেশে উল্কার মতো ছড়িয়ে পড়ে।
ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক ও উইং কমান্ডার অভিনন্দন ভর্তমানকে দেশে ফেরানোর দৃশ্যগুলোকে দুর্গাপূজায় থিম হিসেবে তুলে ধরেছে দুর্গাপূজা কমিটি।কোচবিহার জেলার বাংলার মাথাভাঙ্গার এই পুজো দেখতে দর্শকদের ঢল চোখে পড়ার মতো ।