দেবু সিংহ, মালদা- ৩২ তম পথ নিরাপত্তা মাস পালিত হল মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে। পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা শহরে শুক্রবার একটি রালি করা হয়। মালদা কলেজ ময়দান থেকে সূচনা হয় এই সচেতনতা রালির। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া, সহ অনান্য পুলিশ কর্তা আধিকারিকেরা, উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু সস অনান্যরা। ট্রাফিক নিরাপত্তা মাস নিয়ে মানুষকে সচেতন করতে ট্যাবলো করা হয়। জেলার বিভিন্ন প্রান্তে একমাস ব্যাপী চলবে এই সচেতনতার অনুষ্ঠান।