ভবানী পাড়া বারোয়ারী রজত জয়ন্তী বর্ষে, রাসের ব্যয়বহুল খরচের প্রায় অর্ধেক বিশেষ চাহিদা সম্পন্নদের সহযোগিতায়

Social

নিউজ সোশ্যাল বার্তা, ১২ই নভেম্বর ২০১৯, মলয় দে, নদীয়া:-আতিথেয়তা এবং আন্তরিকতায় শান্তিপুর প্রতিবন্ধন এবং ভবানী পাড়া বারোয়ারী আত্মীয়তায় পরিণত হল আজ রাস পূর্ণিমার শুভ সূচনায়।

নদীয়া জেলার শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের ভবানী পাড়া বারোয়ারী’র এবছর রজত জয়ন্তী বর্ষ। গতানুগতিক মন্ডপ, আলোকসজ্জায় খরচ না বাড়িয়ে, বরং আনুষঙ্গিক কিছু খরচ কমিয়ে ১৭২ জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া কিছু মানুষের মুখে হাসি ফুটিয়ে আনন্দে মাতলো অধিবাসীবৃন্দ। যার মধ্যে ৯০ জন শারীরিকভাবে সমস্যাসঙ্কুল। সহযোগিতা নয় উপহার হিসেবে তারা হাতে তুলে দিল ছবি আঁকার সরঞ্জাম, বই -খাতা- পেন্সিল,স্কুল ব্যাগ, মশারি শীতবস্ত্র, টি-শার্ট ,শাড়ি, চালের ব্যাগ সাথে চারাগাছ এবং মিষ্টি মুখ।

প্রতিটি বিষয় ই আন্তরিকতার ছোঁয়ায় রিবন সহযোগে বাঁধা ছিলো উপহারের মতন করেই। উদ্যোক্তাদের মত, “আমরা বড়রা পথ না দেখালে, আগামী প্রজন্ম কিভাবে জানবে?”বারোয়ারী মন্দিরে আজ সন্ধ্যায় সূচনা হয় বিশেষ চাহিদা সম্পন্ন দের একটি দলগত নৃত্য, এবং কোরাস গানের মাধ্যমে। উদ্বোধন করেন এই বিশেষ চাহিদা সম্পন্ন দের মধ্যে থাকা খ্যাতির শীর্ষে পৌঁছানো কিছু কবি, খেলোয়াড়, শ্রমিক, শিক্ষার্থী, গায়ক নৃত্যশিল্পী ।
উপস্থিত দর্শকরা জানান, “বলতে শুনেছি অনেককেই, করতে দেখলাম ভবানী পাড়া বারোয়ারী কে।”

প্রতিবন্ধনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের জন্য ধর্ম, ভবানী পাড়া বারোয়ারী আগামী সমস্ত পুজো কমিটির কাছে নজির বিহীন দৃষ্টান্ত।”