ফের রাজ্যে নজির গড়তে চলেছে রায়গঞ্জের গালর্স প্রাথমিক বিদ্যালয়

Social

রায়গঞ্জঃ আবার রাজ্যে দৃষ্টান্ত তৈরি  করতে চলেছে রায়গঞ্জের গালর্স প্রাথমিক বিদ্যালয়। এবার আরও একধাপ এগিয়ে সোমবার থেকে গুগল ফর্ম্যাটে অনলাইন পরীক্ষা শুরু করতে চলেছে। প্রথম শ্রেনীর পরীক্ষা অনলাইনে নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথম শ্রেণীর পরীক্ষা নিয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা কৃতি মল্লিক৷ একটি প্রাথমিক বিদ্যালয়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন সকলেই। পরীক্ষার নিয়মাবলী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বুঝিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে।

স্কুলের প্রধান শিক্ষক তথা পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, প্রথমদিন গুগল ফর্মেটে পরীক্ষা নেবেন প্রাক প্রাথমিকের শিক্ষিকা মধুমিতা ঘোষ, স্বপ্না বর্মন এবং রুনুপা দাস৷ পরীক্ষা চলবে দুপুর ১ টা থেকে দেড়টা পর্যন্ত৷ নির্দিষ্ট সময়ের আগে বা পরে কেউ পরীক্ষা দিতে পারবেন না৷ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে ছাত্রছাত্রীকে নিজের নাম ও বাবার নাম লিখতে হবে। প্রথমদিন প্রাক প্রাথমিক পরীক্ষার পরে আগামি ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত পরপর বাংলা , গণিত , ইংরাজী ও আমার পরিবেশ বিষয় গুলির উপর তৃতীয় শ্রেণীর পরীক্ষা হবে৷ পরীক্ষার দায়িত্বে থাকবেন শ্রেণী শিক্ষিকা রীমা মুখার্জী ও তমালি সাহা৷ দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর পরিক্ষা গুলির তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে বিদ্যালয়ের পক্ষ থেকে৷

Leave a Reply