নবদ্বীপের ইন্দ্রাকপুরের তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Social

মলয় দে নদীয়া : রবিবার দুপুরে নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুর গ্রামে পুকুর কাটাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দুই মহিলা সহ কমবেশি সাতজন জখম হয়েছে। জখমরা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূলের এক সক্রিয় কর্মী অশোক ঘোষ জানান “সরকারি নিয়ম মেনে পুকুর কাটা হচ্ছিল। ওরা পুকুর কাটতে দেবে না বলে হঠাৎ লেবারের ওপর চড়াও হয়। তাকে ওই পুকুরের ভেতরে ফেলে কিল,ঘুষি এবং লোহার রড দিয়ে মারধর করা হয়। এমনকি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস ঘোষের বাড়ির সামনে ঢুকে তার ছেলেকেও ব্যাপক মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে”।

তবে ওরা এই গন্ডগোলের মধ্যে পড়ে নিজেদের লোকজনের আঘাতে জখম হয়েছে বলে দাবি করেন ওই তৃণমূল নেতা। তবে এ প্রসঙ্গে তাপসবাবু বলেন “সম্পূর্ণ মিথ্যা আমি সংস্কার করছি। কোন বেআইনি কাজ করছি না। সরকারি নিয়ম মেনে নির্ধারিত জায়গা ছেড়ে মাটি কেটে পাড় বাধাছি। ওরা এলাকায় হিংসা ছড়ানোর জন্য। এই ঘটনা ঘটিয়েছে”।

সংসদ জগন্নাথ সরকার সোমবার হাসপাতালে এসে আহত বিজেপি কর্মী সমর্থকদের আশ্বাস দিয়ে বলেন “প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, তবুও ন্যায় বিচার না হলে বিক্ষোভ আন্দোলন সংঘটিত হবে থানায়। পরিবারকে সমবেদনা জানাই”।

দুই দলই একে অপরের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ করেছেন।

Leave a Reply