মলয় দে, নদীয়া:- গত ১৫ ই ডিসেম্বর থেকে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত দুটি গ্রহ খুব কাছাকাছি চলে আসবে,২১শে ডিসেম্বর বিরাট আকার গ্যাসীয় গ্রহ বৃহস্পতি এবং শনি মিলে তৈরি করল বিরল যুগ্মগ্রহ। যা এর আগে ১২২৬ সালের ৪ঠা মার্চ, শেষবার ১৬২৩ সালের ১৬ ই জুলাই ঘটেছিল।
৮০০ বছর বাদে আবারো এই মহামিলন দৃশ্য দেখা গেলো। সন্ধ্যা ৫:২৮ মিনিট থেকে শুরু করে ৭.১২ পর্যন্ত দক্ষিণ পশ্চিম আকাশে দিগন্ত রেখার উপরে এই মহাজাগতিক দৃশ্য বাইনাকুলার বা টেলিস্কোপ এর সাহায্যে দেখা সম্ভব হয়েছে। কুয়াশার কারণে খালি চোখে কিছুই বোঝা যায়নি! যারা এই ঘটনা দেখতে পারেননি, তাদের অপেক্ষা করতে হবে ২০৮০ সাল পর্যন্ত তারপর আবার ২৪০০ সাল। যদিও ২০ বছর পর পর বৃহস্পতি এবং সুন্নির মধ্যে দূরত্ব কমে যায় একটু একটু করে। কিন্তু শনি পৃথিবী ও বৃহস্পতি মধ্যে কোণের মান হয়েছিল শূন্যের কাছাকাছি ০.১ ডিগ্রি। কাকতালীয়ভাবে ২১শে ডিসেম্বর সূর্য ছিল মকরক্রান্তি রেখার উপরে ফলে পৃথিবীর উত্তর গোলার্ধে গতকাল দীর্ঘতম রাত্রি হিসেবে পরিগণিত হয়েছে ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র আকাশ নিয়ে কৌতূহল মেটানোর এবং মহাজাগতিক ঘটনা নিয়ে কুসংস্কার অন্ধ বিশ্বাস এর বিরুদ্ধে জেলা এবং রাজ্য স্তরের বিজ্ঞান কর্মী এবং বিজ্ঞান নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের অনুরোধ করেন। নদীয়ার কৃষ্ণনগরে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে দেখানোর ব্যবস্থা করা হয়।