জুয়েল স্টার ক্লাব এর উদ্যোগে গরিব মানুষদের মুখে হাঁসি ফোটাতে বস্ত্র বিতরণ

Social

সামনেই শারদীয়া উৎসব হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট জুয়েল স্টার ক্লাব এর উদ্যোগে গরিব মানুষদের মুখে হাঁসি ফোটাতে বস্ত্র প্রদান করা হয়। ঐ করোনা পরিস্থিতিতে প্রায় সাত মাস ঐ মানুষ গুলো কাজ হারিয়ে বাড়িতে বসে আছে। সামনেই শারদীয়া উৎসব তারদের নতুন বস্ত্র কেনার সামর্থ্য নেই তাই সংস্থার ঐ উদ্যোগ । আজ ছোটো ছোটো শিশু, বৃদ্ধ ও মহিলা মিলে ৫০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সংস্থার কর্মকর্তা জানান দুঃখ-দুর্দশার মধ্যে থাকা ঐ মানুষ গুলোর সাথে আনন্দ ভাগ করে নিতে সংস্থার ঐ উদ্যোগ । উৎসবের আগে নতুন পোশাক পেয়ে খুশি ঐ গরিব মানুষগুলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা মহকুমা আই এন টি টি ইউ সির সভাপতি সুরোজ আলি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক। বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস অধিকারী ও অন্যান্য বিশিষ্টবর্গ।

Leave a Reply