৩০০ বছরেরও বেশী পুরোনো কালীপুজো নদীয়ার বীরনগরের মুস্তৌফী পরিবারের

Social

মলয় দে, নদীয়া:- ১৬৫৮ সালের মাঝামাঝি দিল্লির মসনদে সম্রাট ঔরঙ্গজেব, বাংলায় দায়িত্বে নবাব শায়েস্তা খাঁ। বীরনগর এর রামেশ্বর মিত্র শায়েস্তা খাঁর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন।শায়েস্তা খাঁ রামেশ্বর মিত্রর কাজে সন্তুষ্ট হয়ে উপহার স্বরূপ ৫২ একর জমি এবং মুস্তৌফিজ উপাধি দান করেন। তারই অপভ্রংশ হয়ে মুস্তৌফি, বর্তমানে মুস্তাফি। আরবি শব্দ মুস্তাফি শব্দ সম্পর্কে অনেকে আশ্চর্য হলেও, রামেশ্বর বাবুর আগের পদবি ছিল মিত্র।

১৬৭৪ খ্রিস্টাব্দ থেকে প্রায় ৩৪৪ বছর ধরে কৃষ্ণ মন্দির ,দুর্গা মন্দির, কালীপুজোর উৎসব পালিত হয়ে আসছে এই মুস্তৌফি পরিবারের সেবাইতের দ্বারা। এখন অবশ্য সব পরিবারের একজন করে নিয়ে কমিটির মাধ্যমে পরিচালিত হয় সকল পূজা-পার্বণ রীতি-নীতি। বর্তমানে দেবত্ব সম্পত্তি হিসেবে ২৫ বিঘা জায়গা এবং সু-বিশাল এক জলাশয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানের খরচের যোগান হয় ।

প্রচলিত রীতি অনুসারেই ঢাকি এবং মৃৎশিল্পী বংশানুক্রমিক,বলি সংখ্যা কমে গেলেও নিয়ম রক্ষার্থে একটিতে এসে দাঁড়িয়েছে। তবে বিসর্জন এখনও দিয়ারা সহযোগে চূর্ণী নদীতে হয় আগের নিয়মেই। বীরনগর তথা নদীয়ার বিভিন্ন প্রান্তের অনেক ভক্ত আছেন তারা এখানে পুজো দিয়ে তবেই অন্য সকল জায়গায় প্রতিমা দর্শন এ যান।