মলয় দে নদীয়া:-নদীয়া শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর অঞ্চল থেকে সোমবার একটি পূর্ণবয়স্ক আহত পেঁচা উদ্ধার হয়। গোবিন্দপুর নতুন সবজি বাজার এলাকার ব্যবসায়ী অমিত মন্ডল এবং অন্য আরো দুই একজন ব্যবসায়ী গতকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ দোকান বন্ধ করে যাওয়ার সময় খেয়াল করেন হঠাৎকরে উঁচু থেকে একটি পেঁচা পড়ে মাটিতে, এবং ওপর দিয়ে বেশ কিছু কাক এবং বাজ পাখি জাতীয় কিছু একটা বড় পাখি তারা করেছিল বলেই তাদের অনুমান।
এরপর ওই আহত কাছে থেকে একটি ঝুড়ি দিয়ে ঢেকে রেখে বনদপ্তরে ফোন করেন, স্থানীয় বাসিন্দা উদ্ধারে অভিজ্ঞ অনুপম সরকারকে ঘটনাস্থলে আসেন । অনুপম সাহা পাখিটিকে খাঁচা বন্দি করে নিয়ে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা এবং সুস্থ হওয়ার পর ওই পাখির উপযুক্ত পরিবেশ গহন অরণ্যে ছেড়ে দেয়ার উদ্দেশ্যে।
অনুপম সাহা জানান পাখিটির ডান পাখনায় গুরুতর আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, নাইলনের ঘুড়ির সুতোয় বেশ খানিকটা কেটে গেছে মাংসপেশি। ফলে সে ওড়ার উপযুক্ত নেই এই মুহূর্তে। তিনি আক্ষেপের সুরে বলেন, এখনো আমাদের অসচেতনার ফলে নিরীহ এ ধরনের পশু পাখির নিয়মিত দুর্ঘটনার কবলে পড়ে!