সোশ্যাল বার্তা: বর্তমান করোনো আবহে অধিকাংশ ব্লাডব্যাঙ্ক প্রায় রক্তশূন্য। ব্লাড ব্যাঙ্কের রক্তস্বল্পতা মেটাতে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগরের বেলেডাঙ্গা বাজার সব্জী ব্যবসায়ী সমিতি।
বেলেডাঙ্গা বাজারে শিব ও গণপতি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৩জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই জীবনে প্রথমবার রক্তদান করলেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই রক্তদান শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে তপন পাত্র ও প্রণব চাকী জানান, শুধু এই কঠিন সময়েই নয়, ওনারা প্রতি বছর সুখা মরসুমে অর্থাৎ প্রচন্ড গরমেও (যখন রক্তের অভাব প্রকট হয়) রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
রক্তদান শিবির প্রসঙ্গে শিক্ষক ইন্দ্রজিৎ গুপ্ত জানান “শুধুমাত্র এই কঠিন সময়ে নয় শুখা মরসুমে অর্থাৎ প্রচণ্ড গরমের সময়েও রক্তদান শিবির হবে শুনে খুব ভালো লাগলো। এই কঠিন পরিস্থিতিতে রক্তদান শিবির করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানাই”।