রক্তদান শিবির উদ্যোগে বেলেডাঙ্গা বাজার সব্জী ব্যবসায়ী সমিতি

সোশ্যাল বার্তা: বর্তমান করোনো আবহে   অধিকাংশ ব্লাডব্যাঙ্ক প্রায় রক্তশূন্য। ব্লাড ব্যাঙ্কের রক্তস্বল্পতা মেটাতে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগরের বেলেডাঙ্গা বাজার সব্জী ব্যবসায়ী সমিতি। বেলেডাঙ্গা বাজারে শিব ও গণপতি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৩জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই […]

Continue Reading