মলয় দে নদীয়া:- সংস্কৃতির বুলি আওড়ানো কতিপয় বিশিষ্টজন যে যাই বলুক, আম জনতার দরবারে সহজ-সরল লোকটির সাদামাটা মেঠো বাদাম বিক্রির সুর আজ ভাইরাল। কাঁচা বাদামের পিছু পিছু হাঁটছে কি, নদীয়ার হিমসাগর? নদীয়ার ফুলিয়া তালতলার বাসিন্দা গোপীনাথ সাহা পেশায় ভ্যানচালক। নেশায় লোকগীতি চর্চা।
দিনের বেশিরভাগ সময় উপার্জনের কথা ভুলে, কবি গান বাউল লোকগীতি অনুষ্ঠান কানে শুনলেই পৌঁছে যান সেখানে। পরিশ্রমের দীর্ঘ পথ পেরোতে, কপালের ঘাম কাঁধের গামছায় মুছে আবার ভ্যান রিকশার প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে চলেন দৈনন্দিন কথাবার্তার বিভিন্ন বিষয় নিয়ে গান বাঁধতে বাঁধতে । অবশেষে যখন তার কন্ঠ দিয়ে সুরের সাথে মিলেমিশে গান রুপে বের হয়, পথ চলতি অনেকেই কান খাড়া করে শুনে থাকেন।সাম্প্রতিক কালে নদীয়ার বিখ্যাত হিমসাগর আমকে সুরের ভেলায় ভাসিয়ে পৌঁছে দিতে চলেছেন বিশ্বের দরবারে।