পড়াশোনার খরচ জুগিয়েছে মাঠ! দেরিতে হলেও কৃষক বাবার সহযোগিতায় হাত লাগাচ্ছে এ প্রজন্মের ছেলেরা

Social

মলয় দে, নদীয়া :- শহরমুখী উন্নয়ন আর শহুরে আদব-কায়দা অনুকরণে বংশপরম্পরায় কৃষক বাবা-কাকার গৌরবান্বিত হননা বর্তমান গ্রামের নব প্রজন্মের ছেলেমেয়েরা। এমনকি, গ্রামের ছেলে মেয়ে হিসেবে নিজেদের পরিচয় পর্যন্ত আত্মগোপন করে রাখেন অনেকে। তবে এই নতুন কিছু নয়! বহুদিনের। সময় বেশ খানিকটা পথ পেরিয়ে গেলেও, সংখ্যাটা অল্প হলেও নব প্রজন্মের ছেলেমেয়েরা অন্তত বুঝতে সক্ষম হয়েছে মাঠই তাদের গর্ব, কৃষক পরিবার তাদের অহংকার। শহরে থেকে পড়াশোনার খরচ যুগিয়েছে এই চাষের মাঠ, বলদ কে বশ মানিয়ে নাঙ্গল চোষে, রোদ জল ঝড়ে শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে কাটানো বাবা কাকা যে অর্থ রোজগার করেছেন, তা সন্তানের মঙ্গল কামনায় পড়াশোনার জন্য ব্যয় করেছেন প্রায় সবটুকু। তবুও বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান জোটেনি , তাই আত্মউপলব্ধিতে ফিরে এসে হাত লাগিয়েছেন বংশপরম্পরায় ঐতিহ্যের চাষে। ছোটবেলার মতো ফসল ফলানোর মেঠো অভিজ্ঞতার স্বাদ পুনরায় পেয়ে গর্বিত তারা। সংখ্যাটা অল্প হলেও, বাড়ছে ক্রমাগত, বাড়বে আরও.. এ বিশ্বাস তাদের।

Leave a Reply